অধ্যক্ষ

অধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অগণিত শোকর ও সুজুদ যিনি আমাদেরকে বিশনবী মুহাম্মদ সা. এর উম্মত বানিয়েছেন; যার নিরবচ্ছিন্ন অক্লান্ত সাধনায় জাহিলিয়্যাতের ঘোর অমানিশা দূর হয়ে ইসলামী সভ্যতার আলো ছড়িয়ে পড়েছিল গোটা পৃথিবীময়। পৃথিবী ফিরে পেয়েছিল এক আলোকিত সমাজ, রাষ্ট্র ও সোনালী মানুষ। জাতি গঠনের সেই ধারাবাহিকতা থেকেই মাদ্রাসা শিক্ষা ধারার ব্যাপ্তি। বিশেষত: আলিয়া মাদ্রাসা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশ, জাতি ও দ্বীনের অতন্দ্র প্রহরী তৈরিতে যুগ যুগ ধরে অবদান রেখে আসছে। তারই পথ ধরে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে ভূইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আল্লাহর অলিদের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে উচ্চশিক্ষার একটি বৃহত্তর শিক্ষালয়ে রূপ লাভ করতে চলেছে। সুন্নতে নবুবী ও ইসলামী শরীয়াহর পূর্ণ অনুসরণে দলীয় রাজনীতিমুক্ত নৈসর্গিক মনোরম পরিবেশে, সুবিশাল ক্যাম্পাসে, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, প্রাজ্ঞ গভার্নিং বডি এই মাদ্রাসার মূল চালিকাশক্তি। দীর্ঘ প্রচেষ্টায় তৈরি হয়েছে সুরম্য সুন্দর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, বিস্তৃর্ণ মাঠ, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞানাগার, উন্নত কম্পিউটার ল্যাবসহ রয়েছে স্বতন্ত্র মাদ্রাসা মসজিদ ও পৃথক বালিকা শাখা। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ছাত্রাবাসে থাকা-খাওয়াসহ বিশেষ সুবিধা। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতির জন্য দেশ ও প্রবাসের ধর্মপ্রাণ মানুষের দোয়া, ভালবাসা ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আল্লাহ তায়ালাই আমাদের একমাত্র সহায়।
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ
অধ্যক্ষ
ভূইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা
নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।